সেতাবগন্জ,দিনাজপুর

শনিবার, ৩ অক্টোবর, ২০০৯

Setabganj dinajpur সেতাবগন্জ বা বোচাগন্জ

সেতাবগন্জ বাংলাদেশের উত্তরবঙ্গের অন্তর্গত দিনাজপুর জেলার ১৩ টি থানার মধ্যে একটি উল্লেখযোগ্য থানা।
সেতাবগন্জের প্রোফাইল

(জনসংখ্যা ১৩৫৩৭৬,
পুরুষ৫১.৭৭%,মহিলা৪৮.২৩%, মুসলমান৬০.২৪%, হিন্দু৩৭.৭৫%, খ্রিষ্টান ০.৪৯%, অন্যান্য ১.৫২%) (ধর্মিয় প্রতিষ্ঠান মসজিদ ২০৪টি, মন্দির ৯০টি, গীর্জা ১টি)
(শিক্ষার হার ৩০.২%, পুরুষ ৩৯.৩%, মহিলা ২০.৪%, কলেজ ৩টি, উচ্চবিদ্যালয় ৩৫টি, জুনিয়র স্কুল ৮টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫৩টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ২১টি, মাদ্রাসা ১৮টি, ভোকেশনাল ইনস্টিটিউট ১টি)
(সাংস্কৃতিক প্রতিষ্ঠান
ক্লাব ৪৬টি, সিনেমা হল ১টি, পাবলিক লাইব্রেরি ৫টি)
(প্রধান পেশা
কৃষি ৪৮.৪১%, শ্রমিক ২৮.৩%, শিল্প ১.১%, ব্যাবসা ৭.২৮%, চাকরি ৫.৯৪% ,অন্যান্য ৬.৩৫%)
(ভূমি ব্যবহার চাষযোগ্য জমি ২২৪৯৮.৫৮ হেক্টর, পতিত জমি ৪৬১৯.৬০ হেক্টর, ফসলি ৩৫.৩৭%, তিন ফসলি ১০.১৭%,
ভূমি নিয়ন্ত্রন
ভূমিহীন ২৮%, ক্ষুদ্র চাষী ৪৪%, মধ্যম চাষী ২৪%, বড় চাষী ৪%)

বোচাগন্জ উপজেলা
আয়তন ৪.৮১ বর্গ কি.মি। উত্তরে বীরগন্জ এবং পীরগন্জ,পূর্বে বীরগন্জ,কাহারোল ও বিরল পশ্চিমে পীরগন্জ।
প্রধান নদী : টাংগন

উপজেলা শহর ৩টা মৌজা নিয়ে গঠিত্‍। আয়তন ৯.২১ বর্গ কি.মি। জনসংখ্যা ২০৪৭৭ পুরুষ ৫২.৬৮% মহিলা ৪৭.৩২% জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কি.মি.২২২৩ জন।
শিক্ষার হার ৪১.৯% ডাকবাংলা ২
প্রশাসন: বোচাগন্জ থানার সৃষ্টি ১৯১৫ সালে এবং থানাকে উপজেলায় রুপান্তর করা হয় ১৯৮৪ সালে। পৌরসভা ১টা,ইউনিয়ন ৬টি, মৌজা ১৪৪টি, গ্রাম ১৪৬টি।

ঐতিহাসিক_ঘটনাবলী:
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এ উপজেলার মেহেরপুর হাটে মুক্তিবাহিনী ও পাকসেনাদের যুদ্ধ হয়। এসময় পাকবাহিনী পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম ভস্মীভূত করে। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন বধ্যভূমি ও গনকবর(ভবলদীঘি ও ছাতইল)
পত্র-পত্রিকা: সাপ্তাহিক তুলাই