ধর্মের কথা

রবিবার, ২৪ অক্টোবর, ২০১০

আমার নাম অভিজীত্‍ সরকার। বাড়ি দিনাজপুর জেলার সেতাবগন্জ থানায়। এবং একজন সনাতন ধর্মীয় মানুষ। কিন্তু প্রকৃতপক্ষে আমি আমার ধর্ম সম্বন্ধে খুব কমই জানি। বাস্তবে আমি কোন ধর্ম সম্বন্ধেই বেশি কিছু জানি না। কিন্তু মাঝে মাঝে ধর্ম সম্পর্কে যেসব চিন্তা-ভাবনা আমার মাথায় আসে সেইসব কথা আমি এখানে আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমি কোন লেখক নই, নই কোন ধর্ম বিশেষজ্ঞ তাই আমার এই অগোছানো লেখা গুলো আপনাদের কাছে পড়তে এবং বুঝতে একটু সমস্যা হতে পারে। আর একটা কথা ধর্ম সম্বন্ধে নিচের লেখাগুলোতে আপনাদের জানা মতে যদি কোন ভূল পেয়ে থাকেন দয়াকরে আমাকে জানাবেন। আর এই লেখাটির কোন অংশই অন্য কোন ধরনের ধর্মগ্রন্থ অথবা কোন বই থেকে কপি করা নয়। এখানে আমি শুধু আমার মনের
ভেতরের লুকায়িত সব প্রশ্ন ও উওরগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তাই এখানে কোন ভূল বাক্য পেলে দয়াকরে সেটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।



মানুষ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে পরিচিত। কারন মানুষের যা করার ক্ষমতা রয়েছে অন্য কোন জীবের পক্ষেই তা সম্ভব নয়। বর্তমান যুগে যা অকল্পনীয় যা অবাস্তব তাই আজ বাস্তব হতে চলেছে। বর্তমানে মানুষের দ্বারা তৈরি আবিষ্কার এর কথা বলে শেষ করা যাবে না। কারন পৃথিবীতে প্রতিনিয়তই হাজার হাজার বস্তু আবিষ্কৃত হচ্ছে। এই আবিষ্কারগুলোর মধ্যে ধর্মের আবিষ্কার অনেক উল্লেখযোগ্য। এখন আসি ধর্ম আসলে কাকে বলে? ধর্মের বাস্তব অর্থই বা কি? ধর্ম কে সৃষ্টি করেছে আর কিসের জন্যই বা সৃষ্টি করেছে? এসব কিছু নিয়েই আমি আজ আলোচনা শুরু করতে যাচ্ছি। এখন পর্যন্ত পৃথাবিতে যা কিছু আবিষ্কৃত হয়েছে তার সবকিছুই শুধুমাত্র মানুষ তার সূখের জন্য, পরবর্তী প্রজন্মের জন্য, পৃথিবীকে টিকিয়ে রাখার জন্যই তৈরি করেছে। আপনারা ভাবতে পারেন সবকিছু বলতে তো যুদ্ধাস্ত্রের কথাও বলতে হয় তবে কি এগুলোও শান্তির জন্য নাকি? হ্যা এসব আবিষ্কারই শান্তির জন্য তৈরি করা হয়েছে এসব বিস্ফোরক ও গুলির কথা একটু ভেবে দেখুন তো এগুলো ঠিক কি কাজে ব্যবহৃত হয়? এগুলো ব্যবহৃত হয় নিজের আত্নরক্ষার কাজে, শক্রুদের দমন করতে, নিজের মাতৃভূমিকে বাচানোর তাগিদেই মূলত এসব বিস্ফোরক আবিষ্কৃত হয়েছে। ধর্মের আবিষ্কারটিও

ধর্মের কথা

পাল্টে ফেলুন ফেসবুকের থিম! ~ CALL CHEAP RATE WORLDWIDE

রবিবার, ৪ জুলাই, ২০১০

পাল্টে ফেলুন ফেসবুকের থিম! ~ CALL CHEAP RATE WORLDWIDE

Essential & Useful Website: SSC Examination Routine 2010

বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারি, ২০১০

"http://essentialwebsite.blogspot.com

সেতাবগন্জ,দিনাজপুর

শনিবার, ৩ অক্টোবর, ২০০৯

Setabganj dinajpur সেতাবগন্জ বা বোচাগন্জ

সেতাবগন্জ বাংলাদেশের উত্তরবঙ্গের অন্তর্গত দিনাজপুর জেলার ১৩ টি থানার মধ্যে একটি উল্লেখযোগ্য থানা।
সেতাবগন্জের প্রোফাইল

(জনসংখ্যা ১৩৫৩৭৬,
পুরুষ৫১.৭৭%,মহিলা৪৮.২৩%, মুসলমান৬০.২৪%, হিন্দু৩৭.৭৫%, খ্রিষ্টান ০.৪৯%, অন্যান্য ১.৫২%) (ধর্মিয় প্রতিষ্ঠান মসজিদ ২০৪টি, মন্দির ৯০টি, গীর্জা ১টি)
(শিক্ষার হার ৩০.২%, পুরুষ ৩৯.৩%, মহিলা ২০.৪%, কলেজ ৩টি, উচ্চবিদ্যালয় ৩৫টি, জুনিয়র স্কুল ৮টি, সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫৩টি, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ২১টি, মাদ্রাসা ১৮টি, ভোকেশনাল ইনস্টিটিউট ১টি)
(সাংস্কৃতিক প্রতিষ্ঠান
ক্লাব ৪৬টি, সিনেমা হল ১টি, পাবলিক লাইব্রেরি ৫টি)
(প্রধান পেশা
কৃষি ৪৮.৪১%, শ্রমিক ২৮.৩%, শিল্প ১.১%, ব্যাবসা ৭.২৮%, চাকরি ৫.৯৪% ,অন্যান্য ৬.৩৫%)
(ভূমি ব্যবহার চাষযোগ্য জমি ২২৪৯৮.৫৮ হেক্টর, পতিত জমি ৪৬১৯.৬০ হেক্টর, ফসলি ৩৫.৩৭%, তিন ফসলি ১০.১৭%,
ভূমি নিয়ন্ত্রন
ভূমিহীন ২৮%, ক্ষুদ্র চাষী ৪৪%, মধ্যম চাষী ২৪%, বড় চাষী ৪%)

বোচাগন্জ উপজেলা
আয়তন ৪.৮১ বর্গ কি.মি। উত্তরে বীরগন্জ এবং পীরগন্জ,পূর্বে বীরগন্জ,কাহারোল ও বিরল পশ্চিমে পীরগন্জ।
প্রধান নদী : টাংগন

উপজেলা শহর ৩টা মৌজা নিয়ে গঠিত্‍। আয়তন ৯.২১ বর্গ কি.মি। জনসংখ্যা ২০৪৭৭ পুরুষ ৫২.৬৮% মহিলা ৪৭.৩২% জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কি.মি.২২২৩ জন।
শিক্ষার হার ৪১.৯% ডাকবাংলা ২
প্রশাসন: বোচাগন্জ থানার সৃষ্টি ১৯১৫ সালে এবং থানাকে উপজেলায় রুপান্তর করা হয় ১৯৮৪ সালে। পৌরসভা ১টা,ইউনিয়ন ৬টি, মৌজা ১৪৪টি, গ্রাম ১৪৬টি।

ঐতিহাসিক_ঘটনাবলী:
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় এ উপজেলার মেহেরপুর হাটে মুক্তিবাহিনী ও পাকসেনাদের যুদ্ধ হয়। এসময় পাকবাহিনী পার্শ্ববর্তী কয়েকটি গ্রাম ভস্মীভূত করে। মুক্তিযুদ্ধের স্মৃতিচিহ্ন বধ্যভূমি ও গনকবর(ভবলদীঘি ও ছাতইল)
পত্র-পত্রিকা: সাপ্তাহিক তুলাই